Paralympic-এ আরও এক সোনা জয় ভারতের, ব্যাডমিন্টনে সোনা ভারতের প্রমোদ ভগতের
একের পর এক পদক লাভ করে প্যারা অলিম্পিক্সের ইতিহাসে নজির সৃষ্টি করেই চলছে ভারত। দিনের দ্বিতীয় প্যারা অলিম্পিক্স ২০২০-র চতুর্থ সোনা জয় করলো ভারত। আজ ব্যাডমিন্টনে সোনা জয় করলেন প্রমোদ ভগত। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন ভারতীয় শাটলার।
বিশ্বের এক নম্বর তারকা প্রমোদ শনিবার ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দিলেন।
প্যারা অলিম্পিক্সে এই প্রথমবার যুক্ত হয়েছে ব্যাডমিন্টন। আর ব্যাডমিন্টনে প্রথমবারে জয়লাভ করে ইতিহাস গড়লেন প্রমোদ। এদিনই একই ক্যাটাগরিতে (পুরুষ সিঙ্গলসের এস এল থ্রি) ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনোজ সরকার।
মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জয় মনীশ নারওয়ালের।একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার (Singhraj Adhana)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊