উপনির্বাচনের ঘোষণা হওয়ায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানের
দিনহাটা-সহ চার বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করলো নির্বাচন কমিশন। পূজোর পরেই চার বিধানসভা আসনে নির্বাচন। আগামী ৩০শে অক্টোবর, দিনহাটা সহ চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
দিনহাটা উপনির্বাচন ঘোষনা ও আদর্শ আচরণ বিধি চালু হওয়ায় আগামী ১ লা অক্টোবর জোড়াই ডিপো আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচী স্থগিত করার ঘোষণা দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানের পার্থ প্রতিম রায়।
সেই সাথে জানান- "আগামী ৬ অক্টোবর দোতালা বাস ও সবুজের হাতছানি পরিষেবা চালু থাকবে কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচী স্থগিত করা হল।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊