Met Gala 2021 কিম কার্দাশিয়ানের অভিনব পোশাক ভাইরাল Kim Kardashian
মেট গালা ২০২১-এ (Met Gala 2021) রিয়্যালিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের (Kim Kardashian) অভিনব পোশাক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
পা থেকে মাথা পর্যন্ত কালো কাপড়ে নিজেকে ঢেকে নিউ ইয়র্কের (New York City) মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টে (Metropolitan Museum of Art) ক্যামেরাবন্দি হলেন আমেরিকান টিভি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্তর ট্রোল হয়েছে তাঁর এই পোশাক। অনেকের মতে তাঁর এই পোশাকের মূল অনুপ্রেরণা প্রাক্তন স্বামী কেনিয়ে ওয়েস্ট (Kanye West)। কেনিয়ের সাম্প্রতিক স্টুডিও অ্যালবাম 'ডোন্ডা'-তে (Donda) তাঁকে মুখবিহীন মুখোশে (faceless mask) দেখা গিয়েছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊