Latest News

6/recent/ticker-posts

Ad Code

নারদ কাণ্ডে CBI ও ED -কে বিধানসভায় তলব অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়ের

নারদ কাণ্ডে CBI ও ED -কে বিধানসভায় তলব অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়ের


নারদকাণ্ড নিয়ে এবার সিবিআই ও ইডিকে বিধানসভায় তলব রাজ‍্য বিধানভার অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়ের। বিধানসভার অধ‍্যক্ষের সম্মতি না নিয়ে  নারদকাণ্ডে সিবিআই ও ইডির চার্জশিটে জনপ্রতিনিধিদের নাম দেওয়ায় আইন লঙ্ঘিত হয়েছে, অভিযোগে এবার দুই কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 



নারদ কাণ্ডে সিবিআইয়ের পরে ইডির চার্জশিটে রাজ‍্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম,পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম রয়েছে। অধ‍্যক্ষের সম্মতি না নিয়েই মন্ত্রী-বিধায়কের নাম চার্জশিটে দেওয়ায় ডিএসপি-সিবিআই সতেন্দ্র সিংহ ও  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি রথীন বিশ্বাসকে বিধানসভায় তলব করা হয়েছে।



বিধানসভার অফিস সূত্রে দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।


২২ সেপ্টেম্বর সিবিআই-ইডির ২ অফিসারকে বিধানসভায় তলব করা হয়েছে। দুপুর ১টায় বিধানসভায় হাজির হতে অধ্যক্ষ চিঠি দিয়েছেন বলে জানা গেছে। 



অধ‍্যক্ষকে কেন আগাম অবহিত করা হয়নি এবং তাঁর অনুমতি না নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়েছে, সে ব্যাপারে বিধানসভায় হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে দুই অফিসারকেই। এমনটাই খবর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code