Dark Purple রঙের মেটালিক Top-এ Sexy লুকে মালাইকা অরোরা
বলিউডের অন্যতম ফ্যাশন ডিভা মালাইকা অরোরা। রেড কার্পেটে স্টেটমেন্ট গাউন হোক বা প্রতিদিনের পোশাক ফ্যাশনের কোনও ক্ষেত্রেই ফাঁকফোকর রাখেন না তিনি। নিজের ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে, ফিটনেস ফ্রিক সবেতেই তিনি চর্চায়।
Malaika Arora তাঁর ফিটনেসের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সব সময়। তাঁর স্টাইল ও সুন্দর লুকের জন্য এক ঝলকের অপেক্ষায় থাকে অনেক ফিটনেস অনুরাগীরা। তাঁর ফ্যাশন অনেকের প্রেরনা। মালাইকাকে এখন আপাতত ড্যান্স রিয়্যালিটি শোতে জাজের ভূমিকাতেই দেখা যায়।
নিজের ইনস্টাগ্রামে Fuchsia off-shoulder top পরা ছবি শেয়ার করেছেন তিনি। মেটালিক Top আর প্যান্টে মালাইকাকে লাস্যময়ী লাগছিল।
Dark Violet রঙের Get Up এ মালাইকাকে লাস্যময়ী লাগছিল। খোলা চুলের ওভেভ স্টাইল এবং ভাইব্রেন্ট ডিউই মেক-আপ তাঁকে করে তুলেছে হট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊