Oil India Limited -এ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন
অয়েল ইন্ডিয়া লিমিটেড গ্রুপ এ, বি ও সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
মোট শূন্য পদ : ৩৫
পিএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১০ অক্টোবর, ২০২১
শূন্যপদের বিবরণ:
সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার (ড্রিলিং): ১ টি পদ
সুপারিনটেনডিং মেডিকেল অফিসার (রেডিওলজি): ১ টি পদ
সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার (পরিবেশ): ৩ টি পদ
সুপারিনটেনডিং মেডিকেল অফিসার (অর্থোপেডিক সার্জন): ১ টি পদ
সিনিয়র মেডিকেল অফিসার: ৪ টি পদ
সিনিয়র সিকিউরিটি অফিসার: ১ টি পদ
সিনিয়র অফিসার (ইলেকট্রিকাল): ৬ টি পদ
সিনিয়র অফিসার (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন): ২ টি পদ
সিনিয়র অফিসার (ভূমি/আইনি): ২ টি পদ
সিনিয়র অফিসার (মেকানিক্যাল): ১০ টি পদ
সিনিয়র অফিসার (জিওফিজিক্স): ১ টি পদ
সিনিয়র অফিসার (ইনস্ট্রুমেন্টেশন): ২ টি পদ
কনফিডেনশিয়াল সেক্রেটারি: ১টি পদ
বিস্তারিত জানতে ও আবেদন করতে ক্লিক করুন: CLICK HERE
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊