আক্রমণাত্মক বোলিংয়ে কোহলিদের উড়িয়ে বড়ো ব্যবধানে জয় নাইটদের


আইপিএলের প্রথম পর্যায়ে দলগত অবস্থান মোটেই ভালো ছিলোনা কলকাতা নাইট রাইডার্স এর। যদিও দ্বিতীয় পর্যায়ের শুরুতেই ভালো করার  প্ৰচেষ্টাটা ভালো মতোই টের পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুর্ধর্ষ বোলিং দাপটে ৯ উইকেটের বড়ো ব্যবধানে জয় পেল কলকাতা।


প্রথমে ব্যাট করতে নেমে নাইট বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারকাখচিত কোহলি ব্রিগেড। দ্বিতীয় ওভারেই কোহলি (৪ বলে ৫) ফিরে যাওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৯২ রান তুলতে সক্ষম হয় ডিভিলিয়ার্সরা। পুরো ২০ ওভার খেলতেই পারেনি তারা। দলের সর্বোচ্চ রান করেন দেবদূত পারিক্কল (২০ বলে ২২)। কলকাতার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তী। ২টি উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। 


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারেই ১ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা। দুই ওপেনার শুভমান গিল (৩৪ বলে ৪৮) এবং ভেঙ্কটেশ আইয়ার (২৭ বলে ৪১) রান পেয়েছেন। গিল আউট হওয়ার পর রাসেল নামলেও স্ট্রাইকে আসার দরকার পড়েনি।


ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বরুণ চক্রবর্তী (৪-০-১৩-৩)।