রাজ‍্যের Advocate General পদ থেকে সড়ে দাড়ালেন কিশোর দত্ত






রাজ‍্যের Advocate General পদ থেকে পদত‍্যাগ করলেন কিশোর দত্ত। পদত‍্যাগ পত্র রাজ‍্যের রাজ‍্যপাল জগদীপ ধনকড়ের কাছে জমা দিয়েছেন কিশোর দত্ত। পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাজ্যপাল।




রাজ‍্যপাল জগদীপ ধনকড় কিশোর দত্তের পদত‍্যাগ পত্র গ্রহন করে তাঁর ছবি টুইটারে শেয়ার করেছেন। টুইটারে পদতৃআগের খবর জানিয়ে তিনি লেখেন, "সংবিধানের ১৬৫ নম্বর আর্টিক্যাল অনুযায়ী বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল কিশোর দত্তর পদত্য়াগ গ্রহণ করলাম।"




জানা যাচ্ছে, রাজ‍্যপাল ছাড়াও রাজ‍্যের আইনমন্ত্রী ও মুখ‍্যসচিবকেও পদত‍্যাগ পত্র পাঠানো হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কিশোর দত্ত।




দীর্ঘ সাড়ে চার বছর ধরে এই পদ সামলেছেন তিনি। ২০১৭-র ফেব্রুয়ারি থেকে জয়ন্ত মিত্রর জায়গায় দায়িত্ব নেন কিশোর দত্ত। উল্লেখ‍্য, তৃণমূলের ১১ বছরে মোট চারজন এই পদ থেকে পরিবর্তন হলেন।