বাহুবলি খ্যাত মাহিশমতি মন্দিরের আদলে প্যান্ডেল হবে জলপাইগুড়িতে, খুঁটি পূজা হলো আজ 


mahishmati bahubali
symbolic picture, source-social media



বাঙ্গালির শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব। আর সেই পূজা উপলক্ষে প্রস্তুতি শুরু করে দিয়েছে পূজা কমিটিগুলো। জলপাইগুড়ির শ্রেষ্ঠ পূজাগুলোর অন্যতম পূজা হলো আসাম মোড় রিক্রিয়েশন ক্লাবের পূজা। বৃহস্পতিবার দুপুরে খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের পূজার প্রস্তুতি শুরু করে দিল তারা।

গতবছর করোনা আবহে এবং তার আগের বছর রাস্তা সম্প্রসারণের জন্য বড়ো করে পূজার আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর বড়োসড়ো আয়োজন করতে চলেছে রিক্রিয়েশন ক্লাব। এবারের পূজা মন্ডপ করা হচ্ছে বাহুবলি খ্যাত মাহিশমতি মন্দিরের আদলে, প্রতিমা মর্ত্যপরি এবং আলোকসজ্জা হবে চন্দননগরের।

mahishmati bahubali



পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর চন্দ জানান," করোনা আবহে গতবছর ছোট করে পুজো করা হলেও করোনা সচেতনতার কারণে জেলায় আমাদের ক্লাব পুরস্কার পায়। গতবারের মতো এবছরও মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা করে দিবেন বলে ঘোষণা করেছেন। এতে আমাদের আয়োজনে সুবিধা হবে। সম্পূর্ণ করোনা বিধিনিষেধ মেনে পুজোর কয়দিন শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং নবমীতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। "