মাত্র ৫ হাজার টাকায় India Post এর Franchise নিয়ে করুন ব্যবসা-দেদার আয়ের সুবর্ণ সুযোগ
নয়াদিল্লি: স্বাবলম্বী হতে চান! হাতে খুব বেশি টাকাও নেই! কি ভাবে স্বপ্নকে সফল করবেন! আপনার দুশ্চিন্তার অবসান হতে পারে India Post এর Franchise দিয়ে। মাত্র ৫০০০টাকা দিলেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (Post office franchisee) ব্যবসা শুরু করতে পারবেন অনায়াসে।
মানি অর্ডার, স্টাম্প ডিউটি ছাড়াও স্টেশনারি জিনিস পাঠানো যাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। এছাড়াও পোস্ট অফিসে সরকারি নিরাপত্তার কারণে স্মল সেভিংস স্কিম বেশ জনপ্রিয়। অন্যান্যদের তুলনায় সুদের হার বেশি থাকায় এখন পোস্ট অফিসমুখী হচ্ছে সাধারণ জনতা। এবার পরিষেবার সেই ধারা এগিয়ে নিয়ে যেতে আরও পোস্ট অফিস খুলতে চাইছে সরকার। সেই কারণে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে পোস্ট অফিস (India Post)।
মুলত দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে পোস্ট অফিস।পোস্ট অফিসের এজেন্ট ছাড়াও ইন্ডিয়া পোস্টের (India Post)ফ্র্যাঞ্চাইজি আউটলেট নিতে পারেন যে কেউ। এই সব পোস্ট অফিসের পরিষেবা ইন্ডিয়া পোস্টের মাধ্যমেই হবে। যদিও এর মধ্যে ডেলিভারির বিষয়টা পুরোপুরি সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে থাকবে। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি কেবল সেই সব এলাকাতেই দেওয়া হয়, যেখানে আগে পোস্ট অফিসের সেন্টার নেই।
পোস্ট অফিস খুলতে চাইলে ন্যূনতম ২০০ স্কোয়ারফিট জায়গা দেখাতে হবে । আর বয়স অবশ্যই ১৮ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর অষ্টম শ্রেণি পাশ হওয়া বাধ্যতামূলক। তবে কোনওভাবেই পোস্ট অফিসে চাকরি করেন এরকম পরিবার থেকে কেউ ফ্র্যাঞ্চাইজির আবেদন করতে পারবেন না।
Post office-র ফ্র্যাঞ্চাইজি নিতে ৫০০০টাকা সিকিউরিটি বাবদ জমা করতে হবে।
আবেদনকারীকে প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। নীচে রইলো লিঙ্ক- আবেদনে করবার আগে বিশদে জেনে নিন-
3 মন্তব্যসমূহ
Important news.
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনসুন্দর ব্যবস্থা
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊