शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi- শুভ গণেশ চতুর্থীর

शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



গণেশ চতুর্থী। সিদ্ধি, বুদ্ধি, সম্পদ, সম্বৃদ্ধির এই দেবতা সমস্ত দেব-দেবীর মধ্যে সর্বপ্রথম পূজিত হন। মহাদেব ও পার্বতীর আদরের সন্তানকে বলা হয় শুভারম্ভের দেবতা।

शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা ও উৎসব। শিব ও পার্বতী-পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। 

शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। 
शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামেও পরিচিত। কোঙ্কণি ভাষায় এই উৎসবের নাম চবথ । 

शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা । সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব।

शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



আজ এই শুভদিনে প্রিয়জনকে শুভেচ্ছা জানান Facebook, Twitter, Whatsapp, Instagram এ Digital Greeting দিয়ে । 

शुभ गणेश चतुर्थी- Happy Ganesh Chaturthi



আরও গ্রেটিংস প্রয়োজন হলে কমেন্ট করে জানান। শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা ।