বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল নোটিশ কমিশনের





ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তৃনমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েই চালাচ্ছেন জোর প্রচার। এর মাঝেই বিধিভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে। মনোনয়নের দিন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁকে নোটিস দিল নির্বাচন কমিশন। মনোনয়নের আগে অবৈধ জমায়েতের অভিযোগ তাঁর বিরুদ্ধে। বুধবার বিকেল পাঁচটার মধ্যে জবাব তলব করেছে রিটার্নিং অফিসার।



নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ৫ জন নিয়ে মনোনয়ন জমা করা যাবে। কিন্তু কোভিড বিধিই ভেঙেছেন প্রার্থী অভিযোগ এমনটাই। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে কোভিড বিধি না মেনেই প্রচার করেছেন প্রিয়াঙ্কা। প্রচারে বেশি পরিমাণে মানুষ নিয়ে জমায়েত করছেন। আর তার প্রেক্ষিতেই ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।



অভিযোগ, ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পেশের দিন বিধি ভেঙেছেন তিনি। প্রথমে এস‌এসকেএম হাসপাতালের কাছে গোল মন্দির এলাকায় ধুনুচি নাচ সহযোগে মিছিল ও পরে আলিপুর সার্ভে বিল্ডিং -এর সামনেও গাড়ির মিছিল নিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী।


তৃণমূলের তরফে অভিযোগের পরেই নোটিশ পাঠানো হল তাঁকে।