e-Ration card ই-রেশন কার্ড সংক্রান্ত কিছু জরুরি তথ্য

ই-রেশন কার্ড সংক্রান্ত কিছু জরুরি তথ্য

e-Ration card


রাজ‍্যের রেশন ব‍্যবস্থা এবার অনলাইনেই। এমনই বন্দোবস্ত করছে রাজ‍্য সরকার। আমজনতার সুবিধায়  ই-রেশন কার্ড (e-Ration card) চালু করেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর। 

হাতে রেশন কার্ড না থাকলেও ই-রেশন কার্ডের (e-Ration card) মাধ‍্যমে রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারবে গ্রাহকরা। খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও সরলীকরণের লক্ষ্যেই এই পদক্ষেপ । 

ই-রেশন কার্ড সংক্রান্ত কিছু জরুরি তথ্য

  • ই-রেশন কার্ড খাদ্য দপ্তরের ছাপানাে রেশন কার্ডের মতােই বৈধ।
  • ই-রেশন কার্ড দেখিয়ে উপভােক্তা ন্যায্য মূল্যের দোকান থেকে প্রাপ্য সামগ্রী পেতে পারবেন। কেরােসিন তেলের ক্ষেত্রে দোকান ঠিক করার জন্য এলাকার খাদ্য পরিদর্শক অফিসে একবার যেতে হবে। 
  • তবে জেনারেল ই-রেশন কার্ডে (বা জেনারেল ডিজিটাল  রেশন কার্ডে) কোনও ভরতুকিযুক্ত খাদ্যসামগ্রী বা কেরােসিন তেল পাওয়া যাবে না। ই-রেশন কার্ডধারীর e-kyC (রেশন কার্ড ও আধার কার্ডের আঙুলের ছাপের মাধ্যমে সংযুক্তিকরণ) থাকা প্রয়ােজন। 
  • যাঁরা ইতিমধ্যেই ই-রেশন কার্ড পেয়েছেন কিন্তু এখনও e-kyc করেননি, তাঁরা যেকোনও রেশন দোকানে, যে কোনও বাংলা সহায়তা কেন্দ্রে অথবা যেকোনও খাদ্য পরিদর্শকের অফিসে e-kyc করিয়ে নিতে পারবেন। 
  • ই-রেশন কার্ডের ছবি মােবাইলে দেখালে ই-পস মেশিনে আঙুলের ছাপের মাধ্যমে শনাক্তকরণ করে ডিলার উপভােক্তাকে তাঁর প্রাপ্য সামগ্রী দেবেন। যদি কোনও বিশেষ কারণে আঙুলের ছাপের মাধ্যমে শনাক্তকরণে সমস্যা হয়, তবে মােবাইল ওটিপি-এর মাধ্যমে শনাক্তকরণ করা যাবে। কেরােসিন ডিলার তাঁর রেজিস্টার ব্যবহার করে। কেরােসিন তেল দেবেন। উভয় ক্ষেত্রেই।
  • ডিলারের রসিদ প্রদান (টাকার লেনদেন না হলেও) বাধ্যতামূলক। 
  • ডাউনলােড করা ই-রেশন কার্ড প্রয়ােজনে যেকোনও জায়গা থেকে সাধারণ কাগজে বা পিভিসি-তে ছাপানাে যেতে পারে। যদিও খাদ্য দপ্তরের পক্ষ থেকে ছাপানাে ডিজিটাল রেশন কার্ড উপভােক্তা পরে পাবেন। 
  • ই-রেশন কার্ডটির বৈধতা খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।





1. What is e-Ration Card?

E - Ration Card means an individual pdf document issued by the authority under Food and Supplies Department, Government of West Bengal, for the purchase of public distribution commodities and other commodities of daily use as specified by the Government from time to time, from the fair price shops.

2. What are the basic features of the e - Ration Card?


e-RC shall have the same rights and privileges as Digital Ration Card.
All concerned authorities shall accept the e-RC at par with DRC.
e-RC can be verified online anytime by anyone through the embedded QR code, as well as from official website of the Deptt. by entering the e-Ration Card No.
e-Ration Card holder can download a copy of his e-Ration Card from the website at
The beneficiaries will be able to visit the Ration Shop to avail the food grains from next working day of approval.
The e-Ration Card holder will not be required to carry his Digital Ration Card in physical / paper format to receive food grains in a Ration Shop. He can carry a copy of e-Ration Card printed on a plain paper or show a soft copy e-Ration Card on his mobile phone to receive the food grains from the Ration Shop.

3. Who are eligible for e – Ration Card?

Beneficiaries who have linked their Aadhaar number and mobile number with their ration card are eligible for e - Ration Card.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ