সপ্তাহে তিন ঘণ্টার বেশি অনলাইন গেম খেলতে পারবে না-জারি সরকারি নিষেধাজ্ঞা


china government banned users younger than 18 from playing video games



অনলাইন গেমে চুরি যাচ্ছে শৈশব- নষ্ট হচ্ছে শৈশবের সুকুমারবৃত্তি গুলি। তাই এবার কড়া পদক্ষেপ নীল চীন। এখন থেকে চীনের অপ্রাপ্তবয়স্করা সপ্তাহে তিন ঘণ্টার বেশি অনলাইন গেম খেলতে পারবে না। সাপ্তাহিক ছুটির দু’দিন ও শুক্রবার এক ঘণ্টা করে গেম খেলতে পারবে শিশুরা।


সম্প্রতি, চীন সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনলাইন গেমকে প্রাণঘাতী নেশার সাথে তুলনা করেছে তারা।


বিধিমালা মানতে কড়া নির্দেশনা দেয়া হয়েছে দেশটির গেম প্রস্তুতকারী কোম্পানিগুলোকেও। নজরদারি বাড়ানো হয়েছে তাদের কার্যক্রমের ওপর।


প্রাপ্তবয়স্কদের আইডি ব্যবহার করে যেনো শিশুরা খেলতে না পারে সেজন্য ‘ফেস রিকগনিশন’ পদ্ধতি বাড়ানো হয়েছে।