দীর্ঘ দেড় বছর পর হলদিবাড়ী নিউ জলপাইগুড়ি পাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে

njp


আগামীকাল থেকে দীর্ঘ দেড় বছর পর হলদিবাড়ী নিউ জলপাইগুড়ি পাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে।এতে আংশিক খুশি জলপাইগুড়ি বাসী। যদিও সকালের ট্রেনটি চালু হলে অনেক টাই সুবিধা হতো নিত‍্য যাত্রীদের। তাই যাত্রী দের  দাবি পুনরায়  নিয়মিত লোকাল ট্রেন চালু করা।

আগামীকাল জলপাইগুড়িতে 10টা বেজে 10মিনিটে আসবে ট্রেন । এরপর হলদিবাড়ী গিয়ে ফের সন্ধ্যা 6টা বেজে 10 মিনিটে নিউ জলপাইগুড়ির দিকে যাত্রা করবে। 

সপ্তাহে রোজ ই চলবে এই পাসেঞ্জার ট্রেনটি। যদিও ভাড়া কি হবে সেই বিষয়ে কিছু জানা যাইনি


time table