১১ ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋনের টাকা তুলে দিলেন কোচবিহার জেলাশাসক





একুশের নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিশ্রুতির গুলির মধ‍্যে একটি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তৃতীয়বার ক্ষমতায় প্রত‍্যাবর্তনের পর প্রতিশ্রুতি পূর্ণ করে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সূচনা করেন। এই কার্ডে মাধ‍্যমে ব‍্যাঙ্ক থেকে ঋন নিতে পারবে পড়ুয়ারা। যার গ্রান্টার থাকবে স্বয়ং রাজ‍্য সরকার।







পশ্চিমবঙ্গ সরকারের একটি অভূতপূর্ব উদ্যোগ হল "স্টুডেন্ট ক্রেডিট কার্ড"। ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ গ্রহণ করা যায়।




বুধবার কোচবিহার জেলাশাসকের করণে এগারো জন ছাত্র-ছাত্রীদের হাতে জেলাশাসক, পবন কাদিয়ান তুলে দিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। জানা যায়, এদিন সর্বনিম্ন ঋণের পরিমান ৩২,৫০০ টাকা এবং সর্বোচ্চ ঋণের পরিমান ৪,৪৪,৬০০ টাকা। মোট স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে আজ ১৮,১৬,৫৯০ টাকার ঋণ প্রদান করা হল। রাজ্য সমবায় ব্যাংক, কোচবিহার শাখা সহযোগী ব্যাংক হিসাবে এই এগারো জন ছাত্র-ছাত্রীদের ঋণ প্রদান করলেন।