Breaking News: দিনহাটা-সহ চার বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করলো নির্বাচন কমিশন
দিনহাটা-সহ চার বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করলো নির্বাচন কমিশন। পূজোর পরেই চার বিধানসভা আসনে নির্বাচন। আগামী ৩০শে অক্টোবর, দিনহাটা সহ চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুর-এই চার আসনে উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী ২ নভেম্বর হবে ভোট গণনা।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে,
উপনির্বাচনে মনোনয়পত্র পেশের শেষদিন ৮ অক্টোবর।
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ১৩ অক্টোবর।
ভোট গ্রহনের তারিখ ৩০শে অক্টোবর।
গণনার তারিখ ২রা নভেম্বর।
অতিমারী ও বন্যা পরিস্থিতি বিবেচনা করে ও আসন্ন শীতের মরশুমে চার কেন্দ্রে নির্বাচন ঘোষনা করলো কমিশন। নির্বাচন ঘোষনার সাথে সাথেই বহাল হল আদর্শ নির্বাচন বিধি।
বিধানসভা ভোটে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে।
ভোটের ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার, অন্যদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে কোভিড পরবর্তী জটিলতায় মৃত্যু হয় গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।
প্রসঙ্গত, ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এই কেন্দ্রে প্রার্থী মমতা বন্দোপাধ্যায়। জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকার লড়াই তাঁর। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনের উপনির্বাচনের সঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে ভোট গ্রহণ।
1 মন্তব্যসমূহ
ভোট তো অনেক হলো .. আগে বলুন স্কুল কলেজ কবে খুলবে
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊