তালিবানি যোদ্ধাদের selfie তুলতে মানা করলো তালেবান সরকার

The Wall Street Journal
picture source The Wall Street Journal


সেলফিতে মগ্ন আট থেকে আশি। তাহলে কেন বাদ যাবেন তালিবানি সেনারা! 

সম্প্রতি কিছু ছবি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় কাবুলে তালিবানি সেনারা বোটে করে  যাওয়ার সময় সেলফি তুলতে মগ্ন । 

আর এরপরই তালেবান সরকার তার যোদ্ধাদের উদ্দেশ্যে ঘোষণা  করেন- "সেলফি তোলা এবং পর্যটকদের মতো আচরণ বন্ধ করুন।" 

তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী তালেবান সেনাদের সতর্ক করতে গিয়ে বলেছেন- "আপনি যে কাজের জন্য নিযুক্ত হয়েছেন  তা মেনে চলুন। আপনারা আমাদের ঐতিহ্য নষ্ট করছেন।''