Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তক্ষক

 পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তক্ষক



জলপাইগুড়ি,জয়ন্ত বর্মন


জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গয়েরকাটার একটি বাড়ি থেকে একটি তক্ষক উদ্ধার হল।জানা গেছে, দীর্ঘদিন থেকেই বাড়িতে কোনো সদস্য থাকেন না। একপ্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়ি। আর সেই ফাঁকে সেখানে আশ্রয় নেয় তক্ষক। 


গতকাল সন্ধ্যায় গয়েরকাটার বিবেকানন্দপল্লীর সেই বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক সঞ্জয় শা। আসার পর বাড়িতে আওয়াজ শুনতে পান তিনি। কিছু একটা রয়েছে সন্দেহ হওয়ায় বনদপ্তরের কর্মীদের জানান তারা। 


এরপর রবিবার সকালে গিয়ে বনদপ্তরের কর্মীরা সেই বাড়িতে রাখা কাঠের মধ্য থেকে একটি তক্ষক উদ্ধার করে নিয়ে আসেন। বনকর্মীদের অনুমান সেই বাড়িতে আরোও তক্ষক রয়েছে।



এবিষয়ে জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন," গয়েরকাটা বাসিন্দা সঞ্জয় শা দীর্ঘদিন বাড়িতে ছিলেন না গতকাল সন্ধ্যায় তিনি বাড়ি ফিরেন। তার বাড়িতে রাখা কাঠের মধ্য থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আমরা বনদপ্তরের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এভাবে বনদপ্তরকে সহযোগিতা করেছেন।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code