Bigg Boss 15: এবারের বিগ বস ১৫-এ কে কে রয়েছেন? দেখে নিন একনজরে
এবার বিগ বস ১৫-এ চাঁদের হাট; এই তারকাদের লিস্ট জানুন। বিগ বসের প্রতিযোগীরা অবশেষে সামনে এল Bigg Boss 15-এ। বিগ বসের ওটিটি (Bigg Boss OTT)-র প্রতীক সেহজপালের থাকার কথা আগেই জানা গিয়েছিল। সামনে এসেছিলেন টিনা দত্তর নামও।
১। রিম শেখ (Reem Shaikh)
রিম শেখ (Reem Shaikh) তুঝসে হ্যায় রাবতা সিরিয়াল খ্যাত অভিনেত্রী থাকছেন বিগ বসের বাড়িতে। শোনা যায়, শুরুতে নাকি এই অফার ফিরিয়ে দিয়েছিলেন নায়িকা। কিন্তু শেষ পর্যন্ত বিগ বসের হাতছানি এড়াতে পারলেন না তিনি।
২। উমর রিয়াজ ( umar riaz)
উমরের দাদা অসীম রিয়াজ বিগ বস ১৩-এ প্রতিযোগী ছিলেন। এবার সলমান খানের রিয়্যালিটি শোয়ে দেখা যাবে ভাইকে। শুরুতেই তাঁর বার্তা, ‘সবাইকে একটাই কথা বলতে চাই।বাওয়াল হবে।’
৩। প্রতীক সেহেজপাল (Pratik Sehajpal)
ইনি Bigg Boss OTT-র ঘর ছেড়েছেন শুধুমাত্র Bigg Boss 15এ এনট্রি নেবেন বলে। সলমান খানের শোয়ের প্রথম কনফার্মড কনটেসটেন্ট ছিলেন তিনিই।
৪। নিশান্ত ভাট (Nishant Bhat)
নিশান্ত ভাট ও Bigg Boss OTT-র প্রথম রানার আপ থাকছেন Salman Khan-এর Bigg Boss 15-এ। এখন নাকি তিনি প্রতীক সেহজপালের সঙ্গে কোয়ারানটিনে রয়েছেন। ২ অক্টোবর বিগ বসের বাড়িতে পা রাখবেন তাঁরা দু’জনেই।
৫। শমিতা শেট্টি (Shamita Shetty)
শমিতা শেট্টির(Shamita Shetty) বেশ কয়েক বছর পর সময়টা ভালোই যাচ্ছে। Bigg Boss OTT-র ঘরে হইচই ফেলে দেওয়ার পর এবার তাঁকে দেখা যাবে বিগ বস ১৫-র অন্দরমহলেও। এর আগেও বিগ বস ৩-এ অংশ নিয়েছিলেন শমিতা। কিন্তু মাঝ পথেই শো ছেড়ে বেরিয়ে যান রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পার বিয়েতে উপস্থিত থাকার জন্য।
৬। করণ কুন্দ্রা (Karan Kundrra)
করণ কুন্দ্রা (Karan Kundrra) ছোট পর্দার আরও এক বড় স্টার। এর আগে তাঁকে Roadies এবং Love School-এর মতো রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছে। তবে দু’টিতেই মেন্টর বা বিচারকের ভূমিকায় ছিলেন তিনি। এবার বিগ বসের ঘরে পা রাখছেন প্রতিযোগী হিসেবে। তাঁকে শেষ ছোট পর্দায় দেখা গিয়েছিল Yeh Rishta Kya Kehlata Hai সিরিয়ালে।
৭। টিনা দত্ত (Tina Dutta)
Tina Duttaএর আগে বহুবার বিগ বসের বাড়িতে অতিথি হয়ে এসেছেন। গত বার Rashmi Desai-এর সঙ্গে Bigg Boss-এ এসেছিলেন তাঁদের জনপ্রিয় সিরিয়াল Uttaran-র সাকসেস সেলিব্রেট করতে। তবে এবার টিনা দত্তকে দেখা যাবে প্রতিযোগী হিসেবে।
৮। নেহা মর্দা (Neha Marda)
হিন্দি টেলিভিশনের আরও এক পরিচিত মুখ। তবে নেহা মর্দার ক্লেইম টু ফেম সেই বালিকা বধূ। তাঁকে শেষ দেখা গিয়েছে জি টিভির শো Kyun Rishton Mein Katti Batti-তে।
৯। সিম্বা নাগপাল (Simba Nagpal)
সিম্বা নাগপালের কেরিয়ার শুরু Splitvilla থেকে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে রুবিনা দিলায়েকের সঙ্গে Shakti: Ek Astitva Ke Ehsaas Ki সিরিয়ালে। ইনিও থাকছেন Bigg Boss 15।
১০। ডোনাল বিস্ত (Donal Bisht)
ডোনাল বিস্ত একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। তাঁর ভক্তদের জন্যই নাকি Bigg Boss 15 –এ আসতে রাজি হয়েছেন। গ্যামারের বাইরে আসল ডোনালকে দেখার সুযোগ পাবেন তাঁর অনুরাগীরা।
3 মন্তব্যসমূহ
Latest news.
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনবিগ বসের 15 তে যারা স্থান পেয়েছে সকলকে শুভেচ্ছা জানাই
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊