দিনহাটার আকাশে সম্প্রীতির ঘুড়ি উৎসব পালন করলো SFI-DYFI
আজ বাঙালির কাছে ঘুড়ি ওড়ানোর দিন। বিশ্বকর্মা পুজোর দিনে বাংলার আকাশে ঘুড়ির লড়াই চলত। তবে বর্তমান মুঠো ফোনের যুগে সবাই ব্যস্ত মোবাইল আর সোশ্যাল মিডিয়ায়,তাই সেই ঘুড়ি ওড়ানোর রীতি সেভাবে আর চোখে পড়েনা।
আজ দিনহাটা সংহতি ময়দানে এসএফআই-ডিওয়াইএফআই (SFI-DYFI) পুরোনো সেই ঐতিহ্যর স্মৃতি ফিরিয়ে আনতে এবং সেই সাথে আসন্ন ২২-২৪ তারিখ এসএফআই এর ৩৭ তম রাজ্য সম্মেলন ও আগামী ১৯ তারিখ ডিওয়াইএফআই এর ১৯ তম কোচবিহার জেলা সম্মেলনকে সফল করার বার্তা নিয়ে সম্প্রীতির ঘুড়ি উৎসব পালন করলো।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই দিনহাটা শহর ইউনিট সম্পাদক পরীক্ষিত মন্ডল,দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক আকাশ সাহা,সভাপতি সৌভিক দেব,সহ-সভাপতি সৌরভ সরকার,জেলা কমিটির সদস্য টুটুল সরকার,ডিওয়াইএফআই দিনহাটা শহর ইউনিট সম্পাদক কৌশিক রায়,লোকাল কমিটির সম্পাদক শুভ্রালোক দাস,লোকাল কমিটির সদস্য পবিত্র দাস ও অন্যান্যরা।
আজকের এই ঘুড়ির লড়াই দেখতে মাঠে সাধারণ মানুষের যথেষ্ট ভিড় ছিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊