Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বকর্মার কাছে স্মারকলিপি নিয়ে হাজির অসহায় শ্রমিকরা

বিশ্বকর্মার কাছে স্মারকলিপি নিয়ে হাজির অসহায় শ্রমিকরা


বিশ্বকর্মার কাছে স্মারকলিপি
picture source: anandabazar



আজ শিল্পের দেবতা দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। আর এই পূজার দিনেই বিশ্বকর্মার কাছে স্মারকলিপি নিয়ে হাজির শ্রমিকরা।

বিখ্যাত কারখানা হিন্দুস্থান মোটরস বন্ধ হয়ে গেছে ২০১৪ সালে। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্থানে ঘুরেও কোন লাভ হয়নি। তাই অবশেষে বিশ্বকর্মা দেবতার মূর্তির সামনেই কারখানা খোলার আবেদন করে বসলেন বন্ধ হয়ে যাওয়া কারখানাটির শ্রমিকরা।

আজ হিন্দমোটরের স্থানীয় বিজেপি নেতৃত্ব কিছু শ্রমিককে নিয়ে এই কর্মসূচি পালন করেন। প্রতিকী এই প্রতিবাদ এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এ নিয়ে বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কারখানা। আমরা কাউন্সিলর থেকে রাজ্যপাল, সবার কাছে ডেপুটেশন দিয়েছি, কিছু হয়নি। এখন ঈশ্বরের কাছে ডেপুটেশন দিচ্ছি।

এক সময় হিন্দুস্থান মোটরস ছিল এশিয়ার বৃহত্তম মোটর কারখানা। তবে ২০১৪ সালের পর থেকে ক্রমেই খারাপ হয় এই কারখানার অবস্থা। মূল ভবন এখন জঙ্গলে ভরা, পাহারার ব্যবস্থা না থাকায় নানা অসামাজিক কার্যক্রমের অভয়ারণ্য হয়ে উঠেছে এটি। শ্রমিকরাও আছেন কষ্টে। তাই নিরুপায় হয়ে এবার এই প্রতিকী প্রতিবাদ বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code