সুন্দরী প্রতিযোগীতায় নজর কাড়লো জলপাইগুড়ির মেয়ে
Glamanand Group আয়োজিত Glamanand Supermodel Miss India International Beauty Pageant প্রতিযোগিতায় জলপাইগুড়ির মেয়ে অস্মিতা চক্রবর্তী 1st Runner up হয়েছে।
জাতীয় স্তরে সারা ভারত থেকে ২৪ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছিলো। ১৬ থেকে ২০ আগস্ট জয়পুর আর গুরুগ্রামে এই অনুষ্ঠানের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। ২১ আগস্ট সন্ধ্যায় গুরুগ্রামের কিংডম অফ্ ড্রিমস য়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
এর পর অস্মিতা আন্তর্জাতিক স্তরে মিস ট্যুরিজম ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে। আরো ৬৩ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অস্মিতার জন্মস্থান জলপাইগুড়ি। উত্তরবঙ্গের সাথে অস্মিতার নারির যোগ। ওর বাবা রাজীব চক্রবর্তী কোচবিহার জেলার আর মা অঙ্কিতা চক্রবর্তী জলপাইগুড়ির ভৌমিক পরিবারের মেয়ে । হীরক কৃষ্ণ ভৌমিক এবং কৃষ্ণা ভৌমিক ওর দাদু দিদিমা । কর্মসূত্রে ওরা এখন দিল্লীর বাসিন্দা ।
অস্মিতা ছোট বেলা থেকেই গান নাচ আর অঙ্কনে আগ্রহী। ও শাস্ত্রীয় সঙ্গীত, ভরতনাট্যম এবং অঙ্কনে প্রশিক্ষণ নিয়েছে। অস্মিতা বর্তমানে IGDTUW,Delhi তে Architecture এর 4th year এর ছাত্রী।
Miss International India 2021: Zoya Afroz
Miss India Multinational 2021: Divija Gambhir
Miss India Globe International 2021:Tanya Shah
1st Runner-up: Asmita Chakraborty
2nd Runner-up: Anisha Sharma
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊