COVID VACCINE নেওয়ার ২০দিনের মধ‍্যে কোন সমস‍্যায় সতর্ক হতে হবে? জানিয়ে সতর্ক করল কেন্দ্র

COVID VACCINE নেওয়ার ২০দিনের মধ‍্যে কোন সমস‍্যায় সতর্ক হতে হবে? জানিয়ে সতর্ক করল কেন্দ্র 





যেহেতু ভারত কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, শনিবার কেন্দ্র টিকা-পরবর্তী কিছু লক্ষণ তালিকাভুক্ত করেছে, যার মধ্যে শ্বাসকষ্ট এবং শরীরের যে কোনও অংশে দুর্বলতা রয়েছে, যার জন্য অবিলম্বে মনোযোগের প্রয়োজন হতে পারে।



টুইটারে একটি গ্রাফিক শেয়ার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে কোন ভ্যাকসিন গ্রহণের ২০ দিনের মধ্যে যে উপসর্গ দেখা দেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcasting Ministry) তরফে একটি ট্যুইট করে ৫ টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে -

  • শ্বাসের সমস্যা বা Shortness of breath

  • বুকে যন্ত্রণা বা Chest pain

  • বমি-বমি ভাব বা পেট-ব্যথা অর্থাত্ Vomiting or persistent abdominal pain

  • চোখ ঝাপসা দেখা বা Blurred vision or pain in the eyes

  • মাথার যন্ত্রণা বা persistent headache

  • শরীরের কোনও একটি অঙ্গ দুর্বল লাগা বা Weakness in any body part

  • অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা অথবা হাত-পা ফুলে যাওয়া Pain in limbs or swelling in arms or feet

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ