COVID VACCINE নেওয়ার ২০দিনের মধ‍্যে কোন সমস‍্যায় সতর্ক হতে হবে? জানিয়ে সতর্ক করল কেন্দ্র 





যেহেতু ভারত কোভিড -১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, শনিবার কেন্দ্র টিকা-পরবর্তী কিছু লক্ষণ তালিকাভুক্ত করেছে, যার মধ্যে শ্বাসকষ্ট এবং শরীরের যে কোনও অংশে দুর্বলতা রয়েছে, যার জন্য অবিলম্বে মনোযোগের প্রয়োজন হতে পারে।



টুইটারে একটি গ্রাফিক শেয়ার করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক যে কোন ভ্যাকসিন গ্রহণের ২০ দিনের মধ্যে যে উপসর্গ দেখা দেয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcasting Ministry) তরফে একটি ট্যুইট করে ৫ টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে -

  • শ্বাসের সমস্যা বা Shortness of breath

  • বুকে যন্ত্রণা বা Chest pain

  • বমি-বমি ভাব বা পেট-ব্যথা অর্থাত্ Vomiting or persistent abdominal pain

  • চোখ ঝাপসা দেখা বা Blurred vision or pain in the eyes

  • মাথার যন্ত্রণা বা persistent headache

  • শরীরের কোনও একটি অঙ্গ দুর্বল লাগা বা Weakness in any body part

  • অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা অথবা হাত-পা ফুলে যাওয়া Pain in limbs or swelling in arms or feet