The Toronto film festival- শেষ হলো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

The Toronto film festival



1976 সালে প্রতিষ্ঠিত, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আসলে একটি গণতান্ত্রিক চলচ্চিত্র উৎসব। কারন যখন কানের মতো উৎসবগুলি কেবল আমন্ত্রণ দ্বারা করা হতো এবং একটা নির্দিষ্ট গন্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখা হতো সেই সময় উল্টোপথে হেটেছিলো টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

১০ সেপ্টেম্বর শুরু হয়েছিল ৪৬ তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর।

The Toronto film festival



টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পিপলস চয়েজ পুরস্কার’ জিতে নিয়েছে কেনেথ ব্রানাঘের সেমি-অটোবায়োগ্রাফিক্যাল সাদাকালো ছবি ‘বেলফাস্ট’। শনিবার রাতে উৎসবের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব টাম্মি ফায়ে) এবং বেনেডিক্ট কুমবারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ, দ্য ইলেক্ট্রিক্যাল লাইফ অব লুইস ওয়েই) পেয়েছেন সেরা অভিনয় শিল্পীর পুরস্কার।


The Toronto film festival



টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতার পুরস্কার ‘এবার্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড’ জিতেছেন ডিউন ডেনিস ভিলনাভ। সাইন্স ফিকশন ঘরানার ‘জুন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।