#Afghanistanculture তালিবানি ফতোয়ার প্রতিবাদে আফগান নারীদের অভিনব প্রতিবাদ

#Afghanistanculture তালিবানি ফতোয়ার প্রতিবাদে আফগান নারীদের অভিনব প্রতিবাদ 

#Afghanistanculture



নতুন তালিবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মহিলারা স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে, কিন্তু শ্রেণীকক্ষগুলিতে পুরুষ এবং মহিলাদের আলাদা বসতে হবে। ছাত্রীদের ইসলামী পোশাকও বাধ্যতামূলক।এক সাংবাদিক সম্মেলনে হাক্কানি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হিজাব পরা আবশ্যক।


#Afghanistanculture



আর আফগান নারীদের বোরখা পড়ার তথা পোশাক নিয়ে তালিবানের ফতোয়া জারীর পরেই প্রতিবাদে সরব হয়েছেন আফগান মহিলারা। প্রতিবাদ ধ্বনিত হচ্ছে স্যোসাল সাইট গুলিতে। তালিবানি পোশাক ফতোয়ার প্রতিবাদে আফগান মহিলাদের ঐতিহ্যবাহী আফগান পোশাকে নিজেদের ছবি পোস্ট করে অনলাইন প্রচারণা শুরু হয়েছে Twitter এ।

#Afghanistanculture



মুষ্টিমেয় আফগান মহিলাদের দ্বারা শুরু করা #Afghanistanculture ক্যাম্পেইন এখন আফগানিস্তান এবং বিদেশে বসবাসকারী মহিলাদের সাড়া পেয়ে ট্রেন্ডিং হয়েছে। ইতিমধ্যে অনেক নারীরা পুরো মুখ এবং শরীর আবদ্ধ রাখা বোরখার বিরুদ্ধে প্রতিবাদে ঐতিহ্যবাহী আফগান পোশাক পরে নিজেদের ছবি পোস্ট করছে।

afghan women






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ