দুয়ারে সরকারের পর এবার দুয়ারে রেশন, গুরুত্বপূর্ণ বৈঠক সাড়লেন জেলা শাসকের করণে 


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :- 


দুয়ারে সরকারের পর এবার চালু হতে চলেছে দুয়ারে রেশন।পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন প্রকল্প কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে পূর্ব বর্ধমান জেলার খাদ্য দপ্তরের কর্মী ও ডিসিএফ দের নিয়ে বৈঠক সারলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।


রথীন বাবু বলেন দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলারদের কিছু বক্তব্য আছে।তারা তাদের কথা জানিয়েছেন। আমরা তা লিপিবদ্ধ করেছি। বর্ধমানে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বৈঠকের পর রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ একথা বলেন। এদিন পূর্ব বর্ধমান জেলার দুয়ারে রেশন নিয়ে বৈঠক হয় জেলাশাসকের দপ্তরে। 


এখানে খাদ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী স্বপন দেবনাথ ; সভাধিপতি শম্পা ধাড়া ; জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা উপস্থিত ছিলেন। 


এদিন খাদ্যমন্ত্রী আরো বলেন ; কেন্দ্র একমাত্র খাদ্য সুরক্ষা কার্ড থাকা মানুষদের নভেম্বর অবধি রেশন দেবে। কিন্তু এ রাজ্যে সকলকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে।গোটা ভারতে আর কোথাও এ জিনিস হয়না। 


তিনি আরো বলেন; যেসব রাইসমিলের বর্জ্যে ধানের জমির ক্ষতি হচ্ছে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওই জল শোধনের ব্যবস্থা থাকার কথা বলেই তারা লাইসেন্স পেয়েছেন।