Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের সাফল্য, সোনা জয় মণীশ নারওয়ালের, একই ইভেন্টে রুপো জয় সিংহরাজে

ফের সাফল্য, ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা মণীশ নারওয়ালের, একই ইভেন্টে রুপো জয় সিংহরাজের 






Tokyo Paralympics-এ একের পর এক সাফল‍্য ভারতের। এবার ভারতের ঝুলিতে আরো এক সোনার পদক। ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জয় মণীশ নারওয়ালের। একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার।




১৯ বছর বয়সী মণীশ হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার কাথুরা গ্রামের ছেলে মণীশ ১৯ বছর বয়সেই গড়লেন ইতিহাস। প্রথম দুটি শটেই মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর নাওয়াল দুরন্ত প্রত্যাবর্তন করেন। পাঁচটি শটের পর নারওয়াল প্রথম তিনে জায়গা করে নেন। পাঁচটি শটের পর তাঁর স্কোর ছিল ৪৫.৪। ১২ শটের পর মণীশ নারওয়াল ১০৪.৩ স্কোর করেন।




অন‍্যদিকে এই একই ইভেন্টে ছিলেন ভারতের অপর এক খেলোয়াড় সিংহরাজ। ১৪ তম শটের পর ফাইনাল ইভেন্টে মাত্র ছয় খেলোয়াড়ের দুইজন ভারতীয়। সিংহরাজ ও মণীশ নারওয়াল। যদিও দুই খেলোয়াড়েরই ইভেন্টের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু তারাই একই ইভেন্টে দুর্দান্ত সফলতার নজির গড়লেন।



পিস্তল শ্যুটিং ইভেন্টে সোনা ও রুপো সহ দুটি পদক জয়ের পর টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে হল ১৫। প্যারালিম্পিক গেমসের ইতিহাসে ভারতের এটাই সেরা পারফরম্যান্স।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code