বিশ্বের সবথেকে ধনী নারী - Françoise Bettencourt Meyers
মা-বাবা দুজনকেই নিয়মিত চোখ ধাঁধানো ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে দেখলেও অল্প বয়স থেকেই ফ্রাঁসোয়াস ছিলেন এর ঠিক বিপরীত। এমনকি কিশোরী বয়সেও তিনি পিয়ানো বাজানো কিংবা বই পড়া নিয়ে ব্যস্ত থাকতেন। ২০২১ সালে বিশ্বের শীর্ষ ১০ ধনী নারীর যে তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন সেই মেয়েটি-লরিয়াল ব্র্যান্ডের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার।
৯২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি। ফ্রাঁসোয়াস বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লরিয়ালের প্রতিষ্ঠাতা ইউজিন শুলারের নাতনি। ১৯০৭ সালে চুল রঙ করার জন্য এক ধরনের সল্যুশন বানিয়ে ইউজিন সেটির নাম দিয়েছিলেন 'ওরিয়াল'। প্যারিসের হেয়ারড্রেসারদের কাছে সেই পণ্য বিক্রি করেন তিনি। পরবর্তীকালে নিজের একটি কোম্পানি হিসেবে রেজিস্টার করিয়ে নেন, যা কিছুদিন পর 'লরিয়াল' নামে আত্মপ্রকাশ করে।
১৯৫৭ সালে শুলারের সম্পত্তির উত্তরাধিকারী হন তার মেয়ে লিলিয়ান বেতনক্যুঁ। তিনি ও তার স্বামী ফরাসি রাজনীতিক আঁদ্রে বেতনক্যুঁ মিলে খুব দ্রুত সমাজের উঁচু কাতারে জায়গা করে নেন।
লরিয়ালের ৩৩ শতাংশ মালিকানা পাওয়া সত্ত্বেও প্রসাধনী জগতের বাইরে বিভিন্ন কাজে সময় ব্যয় করেন ফ্রাঁসোয়াস। এর মধ্যে একটি হলো বই লেখা। গ্রিক মিথোলজি থেকে শুরু করে বাইবেলের বিভিন্ন ঘটনা নিয়েও লিখেছেন বিলিয়নিয়ার এই নারী।
১৯৮৭ সালের দিকে বিজ্ঞান ও শিল্পকলা নিয়ে গবেষণা ও মানবতাবাদী উদ্যোগ প্রচারের লক্ষ্যে 'বেতনক্যুঁ শুলার ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন তিনি।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊