সারা ভারতে বন্‌ধের ডাক স্বর্ণ ব্যবসায়ীদের 

gold sexy lady
picture source: facebook



সোনার গহনা বিক্রির সরলীকরণের দাবিতে আগামীকাল , ২৩ আগস্ট সারা ভারত জুড়ে সোনার অলংকার ব‍্যবসায়ীরা ব‍্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

একদিনের পুরো বন্‌ধ রাখার কথা জানিয়েছেন জলপাইগুড়ি জুয়েলার্স অ্যশোসিয়েশনের সদস্যরাও।

রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন সংগঠনের সম্পাদক বিকাশ দাস। তিনি বলেন সোনার গহনা বিক্রি করতে কেন্দ্রীয় সরকারের bureau of india standards (BIS) দপ্তর যে কঠিন পরিস্থিতি তৈরি করছে এতে সাধারণ ছোট সোনার ব‍্যবসায়ীরা সোনার ব‍্যবসা বন্ধ করার সম্মুখে পড়েছে। হলমার্ক থেকে দোকান কম্পিউটারাইজড করা সব বিষয়ে কঠিন নিয়মাবলী আনতে চলেছে । তাই অবিলম্বে এই সিদ্ধান্ত গুলো বাতিলের দাবিতে একদিনের বন্‌ধ করার সিদ্ধান্ত নিয়েছে সোনা ব‍্যবসায়ীরা।