#HurricaneHenry ১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন হেনরি-নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ 

Hurricane Henry
WITH EVACUATIONS ON FIRE ISLAND, LONG ISLAND PREPARES FOR HURRICANE HENRY



১২০ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন হেনরি (Hurricane Henry)। ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ইয়র্কে জারি হয়েছে সতর্কতা।

২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডিতে বিধ্বস্ত হওয়ার পর থেকে নিউ ইয়র্কে আর এমন কোন শক্তিশালী ঘূর্ণিঝড় সরাসরি আঘাত করেনি। ফলে হারিকেন হেনরি (Hurricane Henry) নিয়ে আতঙ্কিত নিউইয়র্ক শহর।

নিউইয়র্কের লং আইল্যান্ড কিংবা নিউ ইংল্যান্ডে হ্যারিকেনটি আঘাত হানতে পারে বলে সম্ভাবনা জারি হয়েছে।

শনিবার সকালে 75 মাইল (120 কিলোমিটার) বাতাসের সর্বোচ্চ গতিবেগের সাথে, হেনরি (Henri ) উত্তর-উত্তর-পূর্ব দিকে 14 মাইল (23 কিলোমিটার) গতিতে সামান্য এগিয়ে যায়। এটি এখনও নিউ ইয়র্কের লং আইল্যান্ডে মন্টাউকের দক্ষিণে প্রায় 465 মাইল (750 কিলোমিটার) দূরে রয়েছে।



গভর্নর নেড ল্যামন্ট কানেকটিকাটের (Connecticut) বাসিন্দাদের সতর্ক করে বলেছেন যে তাদের রোববার বিকেল থেকে অন্তত সোমবার সকাল পর্যন্ত সুরক্ষিত স্থানে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।