নিষিদ্ধ হলো Gorakh Dhanda শব্দের ব্যবহার
‘গোরক্ষ ধান্দা’(Gorakh Dhanda) শব্দের ব্যবহার নিষিদ্ধ করল হরিয়ানার মনোহর লাল খট্টরের সরকার৷ মূলত অনৈতিক চর্চার বর্ণনা দিতে এই ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধটির ব্যবহার হয় সেখানে৷ Nusrat Fateh Ali Khan এর "Tum Ek Gorakh Dhanda Ho" নামে একটি গানের অ্যালবামও রয়েছে।
কিন্তু গুরু গোরক্ষনাথের ভক্তবৃন্দদের প্রথম থেকেই আপত্তি ছিলো এই শব্দবন্ধে। এই শব্দ বন্ধ যে তাঁদের কাছে কতটা অপমানজনক তা পরিষ্কার ।
তাই সাধু গোরক্ষনাথ সম্প্রদায়ের এক প্রতিনিধি দল সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করেন৷ তাঁরাই ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করার আবেদন জানান৷ তাঁদের দাবি ছিল এই শব্দবন্ধ ব্যবহার করে আসলে সাধু গোরক্ষনাথের অনুগামীদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে৷
এই আবেদনের পরপরই নড়েচড়ে বসেন হরিয়ানা সরকার। সমগ্র হরিয়ানায় ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেন মনোহর লাল খট্টর৷ যা আজ থেকেই কার্যকর হবে৷
এই প্রসঙ্গে এক সরকারি বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরু গোরক্ষনাথ একজন সাধু ছিলেন৷ কোনও সরকারি বিষয়ে, কোনও বক্তৃতায়, কোনও বিষয়ে এই শব্দবন্ধের ব্যবহার করার অর্থ গুরু গোরক্ষনাথের অনুগামীদের ভাবাবেগে আঘাত করা৷ তাই যেকোনও বিষয়েই সংশ্লিষ্ট শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করা হল৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊