মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ২টি সিমেস্টারে?
করোনা সংক্রমণের জের ২০২০-র মাধ্যমিক পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা নিতে পারেনি বোর্ড। এরপর করোনার সংক্রমণের জেরেই ২০২১-র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। বিকল্প পদ্ধতি ফলাফল প্রকাশ করেছে বোর্ড। এদিকে দিল্লী বোর্ডের ক্ষেত্রেও একি অবস্থা। এরপরেই এবছর দিল্লী বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুইটি সেমিস্টারে নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কি এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দিল্লি বোর্ডের মতো ? ২টি সিমেস্টারে হবে এবারের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ?
জানা যাচ্ছে করোনা আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুইটি সিমেস্টারে নেওয়া যায় কিনা সে বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রস্তাব চাইল রাজ্য সরকার। পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এ ব্যাপারে প্রস্তাব জানতে চাওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ ও সংসদ।
করোনা আবহে ICSE ঘোষনা করেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে দুটি বোর্ড পরীক্ষা হবে। আইসিএসই ও আইএসসি (ISC) পরীক্ষা দুটি সিমেস্টারে হবে। ৫০ শতাংশ করে সিলেবাসে হবে প্রতিটি সিমেস্টার। সিআইএসসিই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিএসই ও আইএসসি-র প্রথম সিমেস্টার হবে ২০২১-এর নভেম্বরে, বাড়ি থেকে অনলাইনে এবং মার্চ-এপ্রিলে হবে দ্বিতীয় সিমেস্টার, অফলাইন না অনলাইনে হবে তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। প্রজেক্ট ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা হবে আগের নিয়মে। স্কুলের প্রশ্নে হবে নাইন ও ইলেভেনের পরীক্ষা।
এদিকে কিছুদিন আগেই সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে একাদশ ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে বলে জানানো হয়েছিল। ২২-র পরীক্ষা কবে এনিয়ে পর্ষদ ও সংসদের তরফে কিছুই জানা যায়নি। এখন দেখার চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পড়ুনঃ Free তে কোথায় কোথায় কীভাবে পাবেন জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা-জেনে নিন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊