কামতাপুরি ভাষায় পঠন পাঠনের জন্য উত্তরবঙ্গে স্কুল চালুর দাবী 

Demand for opening of schools in North Bengal for teaching in Kamatapuri language



কামতাপুরি ভাষায় পঠন পাঠনের জন্য উত্তরবঙ্গে ১০০ টি স্কুলের দাবি তুলল কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি। এদিন জলপাইগুড়ি জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কয়েক দফা দাবিদাবাও পেশ করেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি।

এদিন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সহ সভাপতি বুধারু রায় বলেন "আমরা চাই মুখ্যমন্ত্রীর ঘোষনা মত আমাদের ১০০ টি কামতাপুরি ভাষায় পঠন পাঠনের স্কুল চালু করা হোক। আমাদের আরও দাবি সরকারের কাছে আমরা করছি যাতে খুব তাড়াতাড়ি কামতাপুরি ভাষার সাথে যুক্ত মানুষদেরকেই এই স্কুলে নিয়োগ করা হয়।"

এদিন জলপাইগুড়ি পুর্ত দপ্তরের সামনে থেকে মিছিল করে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্যরা জেলাশাসকের দপ্তরে যান তাদের দাবিদাবা পেশ করতে।