মোটর সাইকেলের জন‍্য একগুচ্ছ নিয়ম আনলো কেন্দ্র, জানুন বিস্তারিত





আপনি কি মোটর সাইকেল চালান? তবে আপনার অবশ‍্যই কেন্দ্রের জারি করা নতুন নিয়ম গুলি সম্পর্কে জানা উচিত। মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক গুচ্ছ নতুন নিয়ম নিয়ে এসেছে কেন্দ্র। জুলাই মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নয়া নিয়ম ও বিধিনিষেধ নিয়ে এসেছে। মোটর ভেহিকেলস আইন ১৯৮৯ সংশোধন করা হয়েছে যা নিয়ে গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। 


গ্র্যাবরেল বাধ্যতামূলক: মোটর সাইকেলে এখন থেকে গ্র্যাবরেল বাধ্যতামূলক করা হয়েছে। পিছনে বসে থাকা আরোহীর সুরক্ষায় এই পদক্ষেপ। পিছনে বসে থাকা আরোহী যেন মোটর সাইকেলে উঠে সুরক্ষিত থাকতে পিছনে থাকা গ্র্যাবরেল ধরে থাকতে পারে তাই এই বিষয় বাধ‍্যতামূলক করা হয়েছে। সাধারন গ্র্যাবরেল থাকলেও বহু বিলাসবহুল গাড়িতেই তা থাকে না আবার অনেকে সৌন্দর্য বাড়াতে তা খুলে ফেলে। 



শাড়ি গার্ড বাধ্যতামূলক : বেশিরভাগ মোটরসাইকেল কেনার সময়েই শোরুম থেকে এটি ফিট করে দেয়। কিন্তু কেউ কেউ বাইকের স্পোর্টি লুক বজায় রাখতে এটি লাগান না। আবার অনেক দামি বাইকে কোনও শাড়ি গার্ড লাগানোর ব্যবস্থাই থাকে না। কিন্তু এখন থেকে তা আর করা যাবে না। পিছনে বসে থাকা আরোহীর কাপড় যেন চাকায় জড়িয়ে না যায় সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। 


কন্টেনার সাইজ: মোটর সাইকেল জিনিসপত্র বহন করা কন্টেনারের সাইজ নির্ধারন করা হয়েছে। কন্টেনারটি লম্বায় ৫৫০ mm, চওড়ায় ৫১০ mm এবং উচ্চতায় ৫০০ mm এর বেশি রাখা যাবে না। এমন কন্টেনার থাকলে ব্যাকসিটে আর কাউকে বসানো যাবে না। উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।  আরও পড়ুনঃ আপনার Ration Card এর সব সমস্যার সমাধান !


ফুট-পেগের নিয়ম: মোটরসাইকেলে ফুট পেগ রাখতে হবে নির্মাতাদের এমনটাই জানা গেছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসের (AIS) সাইজের নিয়ম মেনে তা রাখতে হবে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্র।


২০০০ সালের দিকে কেন্দ্র এই নিয়ম গুলো চালু করলেও অনেক ক্ষেত্রেই এই নিয়ম লঙ্ঘন হয়েছে। কিছু মোটরসাইকেল নির্মাতা এই নিয়মের প্রয়োগ করেনি। বিশেষত, দামি স্পোর্টস বাইকের ক্ষেত্রে এই ফিচারগুলি এড়িয়ে যাওয়া হয়। ক্রেতারাও সেরকম ভাবে মানে না। তবে এখন থেকে তা আর চলবে না। মানতে হবে এই ধিয়ম গুলি।