আজ কন্যাশ্রী দিবস- আসুন দেখে নেওয়া যাক  জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভের খতিয়ান 


KanyashreeDibas


সংবাদ একলব্যঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই নানাবিধ প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প কন্যাশ্রী। ২০১৩ সালে এই প্রকল্প চালু করেন তিনি। আজ তাঁর অষ্টম বর্ষ দিবস অর্থাৎ আজ কন্যাশ্রী দিবস। 

কন্যাশ্রী প্রকল্পের আওতায় বহু কন্যা সন্তান যে উপকৃত হয়েছে তা বলাইবাহুল্য। পড়াশুনা করতে প্রয়োজনীয় খরচ জোগাড়ে ব্যর্থ পরিবার গুলি বিশেষ ভাবে উপকৃত হয়েছে। 

২০১৩ সালে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্পটি। এই প্রকল্প রাষ্ট্রপুঞ্জে প্রথম পুরস্কারে পুরস্কৃতও হয়। এই অনন্য প্রকল্পের মাধ্যমে প্রায় এখনো পর্যন্ত প্রায় ৭৩ লক্ষ মেয়েকে ক্ষমতা দেওয়া হয়েছে।


কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠারো বৎসর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব দুঃস্থ মেয়েদের উচ্চ শিক্ষার জন্য তুলে আনা। 

এই প্রকল্প তার নক্সা ও সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আসুন দেখা নেওয়া যাক সেই স্বীকৃতি লাভের খতিয়ান-

  • ২০১৭ সালের জুন মাসে, ইউনাইটেড নেশনস তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে। ৬২ টি দেশের মধ্যে ৫৫২ টি সোশ্যাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পায় কন্যাশিশ্রী।
  • আইটিইউ ও ইউ এন ওমেন সংগঠিত জিইএম-টেক অ্যাওয়ার্ড ২০১৬ সালে চূড়ান্ত পর্যায় নির্বাচিত।
  • ইউনাইটেড নেশনস WSIS ২০১৬ এর বিজেতা
  • CSI Nihilent e-গভর্নেন্স পুরস্কার ২০১৪-২০১৫ তে গুণগ্রাহিতা পুরস্কার লাভ করেছে।
  • Skoch SMART গভর্নেন্স অ্যাওয়ার্ড ২০১৫ বিজেতা।
  • অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং পাবলিক গ্রিভেন্স দ্বারা আয়োজিত ন্যাশনাল e-governance অ্যাওয়ার্ড ২০১৪-১৫ এ পুরস্কৃত।
  • ২০১৪ সালে ই-ওমেন ও এমপাওয়ারমেন্ট বিভাগে মন্থন অ্যাওয়ার্ড (সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক) পেয়েছে।
  • ২০১৪ সালে মহিলাদের ক্ষমতায়ন এর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বারা পুরস্কার লাভ করেছে।
  • U. S. Consulate এবং শক্তি বাহিনী দ্বারা আয়োজিত Trafficking in Persons (TIP) (শিলিগুড়ি, ফেব্রুয়ারি ২০১৬ )
  • NITI Aayog দ্বারা "কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার ফর চিলড্রেন : এক্সপেরিয়েন্সেস অফ স্টেট অফ ইন্ডিয়া " এর উপর আয়োজিত জাতীয় কর্মশালা (দিল্লী, ডিসেম্বর ২০১৫ )।
  • ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর দ্বারা আয়োজিত "এমপাওয়ারমেন্ট অফ এডোলেসেন্ট গার্লস " এর অধিবেশন (রাঁচি, মে ২০১৫ )
  • টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সাইন্স দ্বারা আয়োজিত " চাইল্ড ম্যারেজ এন্ড টিনএজ প্রেগ্ন্যান্সিস " এর উপর আলোচনা সভা (দিল্লী, মার্চ ২০১৫) ।
  • গার্লস সামিট ডিএফআইডি ও ইউনিসেফ (লন্ডন, জুলাই ২০১৪) দ্বারা সংগঠিত।