Latest News

6/recent/ticker-posts

Ad Code

একেই বলে রাঘব বোয়াল ! বড়শি দিয়ে মাছ ধরতে এসে উঠে এলো বিশালাকার ওই বোয়াল

একেই বলে রাঘব বোয়াল!

big fish



একেই বলে রাঘব বোয়াল। করলা নদী থেকে বড়শিতে উঠে এল প্রায় কুড়ি কেজি ওজনের একটি বোয়াল মাছ। শনিবার দুই যুবক বড়শি দিয়ে মাছ ধরতে এসে বিশালাকার ওই বোয়াল মাছটি ধরতে সক্ষম হন।

প্রত‍্যক্ষদর্শী এক যুবক বলেন, বিষ্ণু রায় ও তাপস মজুমদার নামে দুই যুবক মাছটি ধরেছে। বড়শিতে ওঠার পড় মাছটিকে বাগে আনতে প্রায় তিন ঘন্টা সময় লাগে।


এদিন সকালে মাছটিকে দেখার জন্য অসংখ্য উৎসাহী মানুষের ভিড় জমে যায় যায় জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায়।


বিষ্ণু ও তাপস বলেন, এখানে করলা নদীতে মাঝে মধ্যেই মাছ ধরতে আসেন তারা। জানান, দীর্ঘ কয়েক বছর ধরে করলা নদীতে মাছ শিকার করতে এলেও এত বড় মাপের বোয়াল মাছ এই প্রথম ধরতে পেরেছেন। কুড়ি কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে দুজনেই খুব খুশি মনে বাড়ি ফেরেন এদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code