Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক মহিলাকে মাটিতে ফেলে মারধর, ভাইরাল ভিডিও

এক মহিলাকে মাটিতে ফেলে মারধর, ভাইরাল ভিডিও




বানারহাট,জয়ন্ত বর্মন ৩আগস্ট


জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত পূর্ব দুরামারি এলাকার এক আদিবাসী মহিলার ওপর শারীরিক নির্যাতন ও মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।এই ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তি কে গ্রেপ্তার করে বানারহাট থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম লক্ষীকান্ত রায়, বাড়ি দুরামারির চানাডিপা এলাকায়। ঘটনাটি রবিবার ঘটলেও অভিযোগ দায়ের হয় মঙ্গলবার ।বানারহাট থানায় অভিযোগ জানায় নির্যাতিতা। 



মহিলাকে শারীরিক নির্যাতন করার একটি ভিডিও ও ইতিমধ্যে এলাকায় ভাইরাল হয়েছে। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে জানা যাচ্ছে, রবিবার সে তার লিজ নেওয়া চা বাগানের কাজ সেরে বাড়ি ফিরছিল। সেই সময় লক্ষীকান্ত রায় নামে এক ব্যক্তি মদ্যপান করে মহিলার গলায় থাকা গামছার সাহায্যে তাকে টেনে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে ও তাকে বাধা দেওয়া হলে ক্রমাগত ভাবে মহিলাকে লাথি মেরে শারীরিক নির্যাতন করে ওই ব্যক্তি।ওই ব্যাক্তির হাত থেকে বাঁচতে এরপর সেই মহিলা চিৎকার শুরু করে।মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে রক্ষা করে। 


বানারহাট থানার পুলিশ সূত্রে খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে ও একটি ভাইরাল হওয়া ভিডিও এর সূত্রে লক্ষীকান্ত রায় নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এক মহিলাকে মাটিতে ফেলে মারধর, ভাইরাল ভিডিও

Posted by Sangbad Ekalavya on Thursday, August 5, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code