৬ই অগাস্ট থেকে ADMIT CARD DOWNLOAD, ২২ অগাস্ট WBCS পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করে জানালো PSC
PUBLIC SERVICE COMMISSION বিজ্ঞপ্তি জারি করে WEST BENGAL CIVIL SERVICE পরীক্ষার ADMIT CARD DOWNLOAD করার তারিখ জানালো। এর আগেই PUBLIC SERVICE COMMISSION-র তরফে জানানো হয়েছিল ২২শে অগাস্ট ২০২১ WEST BENGAL CIVIL SERVICE 2021-র প্রিলিমিনারি পরীক্ষা হবে এরপর এবার ADMIT CARD DOWNLOAD করার তারিখ জানিয়ে দিল বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, WEST BENGAL CIVIL SERVICE পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২২শে অগাস্ট ২০২১-এ বেলা ১২ টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতা ও অন্যান্য জেলাগুলিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী ৬ই অগাস্ট থেকে ডাউনলোড করা যাবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে: www.wbpsc.gov.in -এ
বিস্তারিত তথ্য জানতে ও আপডেট পেতে PUBLIC SERVICE COMMISSION এর অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in -এ নজর রাখতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊