আনন্দধারা, জলস্বপ্ন, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক কোচবিহার জেলাশাসকের
কোচবিহার জেলাশাসকের করণে একটি মিটিং অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিবিধ বিষয়ের মধ্যে আলোচনার বিষয়বস্তু ছিল মূলত আনন্দধারা, জলস্বপ্ন, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এবং আসন্ন ইলেক্টোরাল রোলের সামারি রিভিশন।
উক্ত মিটিং-এ সভাপতিত্ব করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন সকল অতিরিক্ত জেলাশাসক গণ, সকল মহকুমাশাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প অধিকর্তা।
বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে সামগ্রিক ভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। জেলাশাসক প্রকল্প অধিকর্তা এবং বিভিন্ন ব্যাংক থেকে আগত প্রতিনিধিদের নির্দেশ দেন স্বনির্ভর গোষ্ঠী দের সাহায্যের হাত বাড়িয়ে দিতে। বিভিন্ন খাতে স্বনির্ভর গোষ্ঠীদের প্রাপ্য ঋণ দ্রুততার সাথে বিলি করতে। আসন্ন দূর্গা পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীগুলির অর্থনৈতিক উন্নয়নকে পাখির চোখ করে অগ্রসর হওয়ার কথা বলেন জেলাশাসক।
এ ছাড়াও জলস্বপ্ন প্রকল্পে জেলার সকল পরিবার এবং সব কটি বিদ্যালয় ও আঙনওয়ারি কেন্দ্র তে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিক দের নির্দেশ দেন জেলাশাসক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊