UPSC-র প্রশ্নে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন, চলছে জোর চর্চা




Union Public Service Commission-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন। অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ‘ভোট-সন্ত্রাস’ নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়েছে। আর যা নিয়ে চলছে এখন জোর চর্চা।


সর্বভারতীয় পরীক্ষায় এই ধরনের বিষয় নিয়ে লিখতে দেওয়া নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, গুরুত্বপূর্ণ কোনও প্রশাসনিক পদে বসানোর আগে চাকরিপ্রার্থীদের বিরোধী শিবিরের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে।


কেন্দ্রীয় পরীক্ষায় রাজনৈতিক বিষয় নিয়ে তৃণমূলের সাথে সুর মিলিয়েছে সিপিএমও। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, স্বয়ংশাসিত সংস্থায় রাজনীতি করা হচ্ছে, এর কঠোর নিন্দা করছি। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এটা জঘন্য অপরাধ। সমস্ত সংস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্র। আমাদের রাজ্য সরকারও মানে না। তাকেও ছাপিয়ে যাচ্ছে কেন্দ্র।


এদিকে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক। রচনাধর্মী প্রশ্নে জানতে চাওয়া হয়, "ভারতে রাজনীতিই লাভজনক পারিবারিক ব্যবসা।" এর পাশাপাশি, "দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সঙ্কট"-এর প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়।


সর্ব ভারতীয় পরীক্ষায় একের পর এক রাজনৈতিক প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এতে আপত্তির কিছু দেখছেন না কেউ কেউ। ইউপিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্রে একের পর রাজনৈতিক বিষয়। যা ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল।