মুকুটে নয়া পালক, জুলাইয়ের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব




অজি অল-রাউন্ডার মিচেল মার্শ ও ক্যারিবিয়ান রিস্ট স্পিনার হেডেন ওয়ালস জুনিয়রকে টপকে জুলাইয়ের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব অল হাসান। জুলাইয়ের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন শাকিব আল হাসান।


ছেলেদের বিভাগে সেরা ক্রিকেটারের দৌড়ে ছিলেন অজি অল-রাউন্ডার মিচেল মার্শ ও ক্যারিবিয়ান রিস্ট স্পিনার হেডেন ওয়ালস জুনিয়র। কিন্তু শেষে দুজনকেই পিছনে ফেলে সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন শাকিব আল হাসান।


এর আগে মে মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের পর বাংলাদেশের আরও এক তারকা ক্রিকেটার আইসিসির প্লেয়ার অফ দ্য মনথের পুরস্কার জিতলেন।


জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে ও পরবর্তী ওয়ান ডে সিরিজের পারফর্ম্যান্স দিয়েই বাজিমাত করেন শাকিব। টেস্টে ৫টি উইকেট নেন। ওয়ান ডে সিরিজে সর্বাধিক ৮টি উইকেট দখল করেন শাকিব। প্রথম ওয়ান ডে ম্যাচে ৫ উইকেট ছাড়াও একটি ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন তারকা অল-রাউন্ডার।


এদিকে মেয়েদের বিভাগে জুলাইয়ের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্টেফানি টেলর।