Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের স্বাধীনতার ৭৪ বছর উপলক্ষ্যে Senco Gold & Diamonds-র Freedom অফার

ভারতের স্বাধীনতার ৭৪ বছর উপলক্ষ্যে Senco Gold & Diamonds-র Freedom অফার





রাখিবন্ধন উদযাপন করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিশেষভাবে ডিজাইন করা সোনা ও রুপোর রাখি দিয়ে 

ভারতের স্বাধীনতার ৭৪ বছর উপলক্ষ্যে নিয়ে এলো ফ্রিডম অফার


ভারতের অন্যতম গয়না ব্যবসা, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবার রাখিবন্ধনে ভাইবোনেদের বন্ধন ও ভালবাসা উদযাপনের জন্য এক বিশেষ গয়নার সম্ভার নিয়ে এসেছে । ভালবাসার এই বিশেষ মুহূর্তটাকে আশীর্বাদ, শুভেচ্ছা ও স্নেহের স্মারক দিয়ে উপভোগ করার জন্য সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বিশেষভাবে ডিজাইন করা সোনা আর রুপোর তৈরি রাখির এক সম্ভার প্রকাশ করেছে। এই রাখিগুলোর ডিজাইনের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে ভারতীয় পুরাণ এবং সাংস্কৃতিক লক্ষণগুলো। সোনার রাখির সম্ভারের দাম শুরু হচ্ছে ১৫,০০০ টাকা থেকে আর রুপোর রাখির সম্ভারের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।



জয়িতা সেন, ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড ডিজাইনস, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস বললেন ‘মূল্যবান মুহূর্ত ও বন্ধনগুলো শুভ ধাতু দিয়ে উদযাপন করা হয়। রাখিবন্ধন হল সেইরকম একটা শুভ উপলক্ষ, যা ভাই আর বোনের বন্ধন উদযাপন করে। রাখিবন্ধনে এই বন্ধন উদযাপন করতে আমরা প্রকাশ করেছি বিশেষভাবে ডিজাইন করা সোনা আর রুপোর তৈরি রাখি। আমি আত্মবিশ্বাসী যে এগুলো ভাইবোনেদের মুখে হাসি ফোটাবে।’



সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতের স্বাধীনতার ৭৪ বছর উপলক্ষে ‘ফ্রিডম অফার’ লঞ্চ করার কথাও ঘোষণা করেছে। এই অফারের অঙ্গ হিসাবে ব্র্যান্ড সোনা, হীরে, রুপো, প্ল্যাটিনাম ও গসিপ গয়নার আইটেমে আকর্ষণীয় ছাড় দেওয়া ছাড়াও একগুচ্ছ অন্য অফার দিচ্ছে।


দেশের নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে জয়িতা সেন বলেন, ‘এই দিনটা প্রত্যেক ভারতীয়ের জন্য দারুণ গুরুত্বপূর্ণ এবং আনন্দ করার মত দিন। আমাদের ফ্রিডম ডে অফার আমাদের পরম মূল্যবান ক্রেতাদের এক আকর্ষণীয় ও অনন্য কেনাকাটার অভিজ্ঞতা দেবে।’


অফারগুলো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সমস্ত শোরুমে এবং অনলাইন চ্যানেলে ২২ আগস্ট, ২০২১ পর্যন্ত পাওয়া যাবে। ক্রেতারা কেনাকাটায় নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:


• সোনার গয়নার মজুরির ৭৪% দিতে হবে (সোনার কয়েন ও বোনাস আইটেমগুলোতে এই অফার প্রযোজ্য নয়)

• হীরের গয়নার মজুরিতে ৭৪% ছাড়

• প্ল্যাটিনাম গয়নার মজুরির ৭৪% দিতে হবে

• রুপোর গয়নার মজুরির ৭৪% দিতে হবে

• গসিপ আইটেমগুলোর ক্ষেত্রে MRP-র ৭৪% দিতে হবে

• জ্যোতিষের চার্জে ৭৪% ছাড়

• গ্রহরত্ন কিনলে মজুরি হিসাবে দিতে হবে মাত্র ৭৪ টাকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code