ফের সোনার স্বপ্নভঙ্গ ভারতের, সেমিতে হারলো ভারতীয় মহিলা হকি দল





ফের সোনার স্বপ্নভঙ্গ ভারতের, সেমিতে হারলো ভারতীয় মহিলা হকি দল। টোকিও অলিম্পিকে পুরুষ হকি দল সেমিতে বিদায় নিয়ে ব্রোঞ্জ জয়ে আশা জিইয়ে রেখেছি। এদিকে মহিলা হকি দলও সেমি ফাইনালে হেরে ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে রাখলো। 



সেমিতে আর্জেন্টিনার (Argentina) কাছে ১-২ গোলে হেরে গেল ভারত। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দেশ আর্জেন্টিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারানোর পর অন্যরকম এক স্বপ্ন চোখে নিয়ে নেমেছিলেন ভারতীয় মহিলা হকি দল। প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে ওঠার পর প্রথমবার ফাইনালে ওঠার রেকর্ডও গড়তে চেয়েছিল বন্দনারা। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না আর। 


পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথম কোয়ার্টারে গুরজিৎ কৌর ভারতকে এগিয়ে দেয়। শেষপর্যন্ত দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টাইনরা। এরপর তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে খেলতে নামবেন।