Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ




ভাইস চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভের পাশাপাশি হাতহাতির ঘটনা ঘটলো বর্ধমানে।

বর্ধমান পৌরসভার পাঁচ সদস্যের পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যান হন আইনূল হক। পৌর বোর্ডের ভায়েস চেয়ারম্যান আইনূল হকের অপসারণের দাবিতে শনিবার বর্ধমান কার্জন গেট সহ শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হলো আইনূল বিরোধি তৃণমূলের এক অংশ।বিক্ষোভ কারীদের মধ্যে অনেকে ছিলো অপ্রাপ্ত বয়স্ক।


এছাড়া যে সমস্ত ব্যাক্তিদের আন্দোলনে সামিল করা হয়েছে এদের মধ্যে অনেককেই ভুল বুঝিয়ে আনা হয়েছে বলে দাবি করেন তারা।আন্দোলন কারীদের মধ্যে কেউ কেউ বলেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী।



প্রায় আড়াই বছর পর তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়েয় নির্দেশ মতো মঙ্গলবার বর্ধমান পৌরসভায় পাঁচ সদস্যের একটি পৌর বোর্ড গঠন করা হয়। পৌর বোর্ডের চেয়ারম্যান হন প্রনব চট্টোপাধ্যায়,ভাইস চেয়ারম্যান হন আইনূল হক, আলপনা হালদার এবং সদস্য হন উমা সাঁই শঙ্কশুভ্র ঘোষ।সিপিএমের প্রাক্তন পৌরপতি বর্তমান তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান আনূল হকের বিরুদ্ধে বর্ধমান কার্জন গেট সহ শহরের বিভিন্ন এলাকায়, বিক্ষোভে সামিল হন আইনুল বিরোধী তৃণমূলের অপর গোষ্ঠি। 


আইনূল বিরোধী এক অংশের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল।বিক্ষোভে আটকে পরে এ্যাম্বুলেন্স ও পুলিশ গাড়ি। বিক্ষোভ কারীদের সামাল দিতে বর্ধমান কার্জন গেট চত্বরে আই সি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে হাজির হন বিশাল সিভিক ভলেনটিয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code