দাবার প্রচার ও প্রসারের গ্ৰান্ড মাস্টার
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
করোনা বিধি মেনে দাবার প্রচার ও প্রসারের লক্ষে দাবা খেলার আয়োজন করেন পূর্ব বর্ধমান চেস এসোসিয়েশন।বর্ধমান আদর্শ বিদ্যালয়ে এদিনের দাবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলেন গ্ৰান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এদিন বর্ধমান এক অনুষ্ঠানে ছোটো দের সাথে দাবা খেলেন গ্ৰান্ড মাস্টার।
পূর্ব বর্ধমান জেলা দাবা সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্ৰান্ড মাস্টারকে সংবর্ধনার পাশাপাশি বর্ধমান জেলার প্রতিভাবান দাবাড়ু বৃষ্টি মুখার্জীকেও সংবর্ধনা দেওয়া হয়।
গ্ৰান্ড মাস্টার বলেন সারা বাংলা দাবা সংস্থার মাধ্যমে দাবা খেলা জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য গ্রহন করা হয়েছে।গ্ৰান্ড মাস্টার টুর্নামেন্ট,ইন্টারন্যাশানাল টুর্নামেন্ট, ওপেন টুর্নামেন্ট যা কিছু হয় সবটাই হয় কোলকাতা কেন্দ্রিক।কিন্তু জেলাগুলোতে যতখন না জেলা দাবা সংস্থা গুলোকে আমরা মজবুত করতে পারছি ততক্ষণ পর্যন্ত জেলাতে দাবা খেলা ছড়াবেনা।
বর্ধমানেই ছড়িয়ে আছে প্রতিভা। সুযোগ সুবিধা কোলকাতা কেন্দ্রিক হলেও জেলা থেকেই উঠে আসতে পারে প্রতিভাবান দাবাড়ু ।অভিভাবকের উদ্দেশে গ্ৰান্ড মাস্টার বলেন অভিভাবকরা যেনো বাচ্চাদের চাপ না দেন। এদিন একই সঙ্গে ৮ টি বোর্ডে চালদেন গ্ৰান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।
পূর্ব বর্ধমান চেস এসোসিয়েশনের সেক্রেটারি দেবেশ মুখার্জী বলেন দাবা খেলাটা যাতে পূর্ব বর্ধমান জেলাতে পুরো পুরি ছড়িয়ে জায় সেই কারনেই আজ গ্ৰান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া এসেছেন।এবং দাবা খেলার প্রসার ঘটাতে ছোটো ছোটো ছেলেদের দাবা খেলেন গ্ৰান্ড মাস্টার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊