মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-
মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কটাক্ষ, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
দশ বছর ক্ষমতায় থাকার পর দুয়ারে সরকারের ক্যাম্পে ভিড়।মানুষকে ভিখারি বানাতে চাইছে মমতার সরকার।মঙ্গলবার দুপুরে বর্ধমানের বিজেপি জেলা দপ্তরে দলের রাঢ় বঙ্গের কার্যকর্তদের সভায় যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এইকথা বলেন।
এদিন রাঢ়বঙ্গের বিভিন্ন জেলা নিয়ে সভা হচ্ছে।দু দফায় দিনভর বৈঠক চলবে।এতে যোগ দিতে দলের সাংসদ ;বিধায়ক জনপ্রতিনিধিরা অংশ নিতে বর্ধমান জেলা বিজেপি জেলা পার্টি অফিসে।
এদিন দিলীপ ঘোষ আরো বলেন মাত্র পাঁচশো টাকার জন্য সকাল থেকে রাত লোকে লাইনে দাড়াচ্ছেন। অসুস্থ হয়ে পড়ছেন।একেই যদি উন্নয়ন বলে তাহলে আর কীই বা বলার আছে।মোদীজিকে দেখে শিখুন।কীভাবে অ্যাকাউন্টে টাকা দিতে হয়। পার্টির কব্জায় সবকিছু নিয়ে যাওয়া হচ্ছে। দলের অফিস থেকে সরকারি যোজনা চলবে কেন?
তিনি এদিন আরো বলেন; বিজেপি বঙ্গভঙ্গের কথা বলেনি।আমাদের নেতা বাংলা গড়েছেন।রাজ্যের বিভিন্ন পুরসভায় বিজেপি কর্মীদের মারার পর তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। এই পার্টি সমাজবিরোধীদের হয়ে গেছে।
আদালতের নির্দেশে সি বি আই তদন্ত করতে এলে ডাকা হলে বিজেপি সহায়তা করবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊