Latest News

6/recent/ticker-posts

Ad Code

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ





সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর :-


এলাকা দখলকে কেন্দ্র করে বার বার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডের খালাসী পাড়া এলাকা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আই সি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান সদর থানার বিশাল পুলিশ বাহিনী।থমথমে এলাকায় চলছে পুলিশি নজর দারি।




ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের পর থেকেই বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডে লাগাতার চলছে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। সোমবার গোষ্ঠী সংঘর্ষের জেরে তৃণমূলের অপর গোষ্ঠির হাতে আক্রান্ত হন মনিকা মন্ডল নামে তৃণমূলের বর্ধমান শহর প্রেসিডেন্ট। মঙ্গলবার ফের একই ঘটনা ঘটে।মঙ্গলবার তৃণমূলের অপর গোষ্ঠির হাতে মার খেয়ে জখন হন বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার সহ তিন জন। এদের মধ্যে এক মহিলা সহ দুই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।




বর্ধমান পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার মহম্মদ সেলিম বলেন আজ পৌরসভার কিছু কাজ সেরে আসার সময় খালাসী পাড়া এলাকায় সেখ ইমদাদুল সহ তার লোকজন।রড, বাশের আঘাতে জখম হন মহম্মদ সেলিম। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেন বর্ধমান জেলার সাধারন সম্পাদক শিবশঙ্কর ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code