২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে পরিবর্তন, দেখে নিন এখনই

student


করোনার সংক্রমণে প্রায় দেড় বছর হয়ে গেলো বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবছর পুজোর পর স্কুল খোলার আগাম বার্তা দিলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আদৌ তা বাস্তবায়িত হবে কিনা সন্দেহ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের। এসব কারণেই  পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছরের তথা ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তিত সিলেবাস জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে।

২০২২ সালের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের  প্রায় ৩০% থেকে ৩৫% পাঠ্যক্রম কমিয়ে দিয়েছে পর্ষদ। 


আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সিলেবাস দেখে নিনঃ মাধ্যমিক সিলেবাস ২০২২