swimming olympics 2020: টোকিওর সুইমিংপুলে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন

swimming olympics 2020: টোকিওর সুইমিংপুলে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন (emma mckeon)


swimming olympics 2020




Olympics 2020 সাঁতারে বরাবরের মতো এবারও দাপট দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। তবে গতবার তাদের করা আধিপত্যে এবার রাশ টেনে ধরেছে অস্ট্রেলিয়া। গতবার সাঁতারে তিনটি ইভেন্ট জয়ী অস্ট্রেলিয়া এবার জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি সোনা। অলিম্পিকের ইতিহাসে যা তাদের সর্বোচ্চ সাফল্য।

swimming olympics 2020



এবছর olympics 2020-এর সুইমিংপুলে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। ব্যক্তিগত পদক অর্জনে ইতিহাস সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ার নারী সাঁতারু ম্যাককিওন ও যুক্তরাষ্ট্রের ড্রেসেল।

swimming olympics 2020



৭টি পদক নিয়ে আসর শেষ করা ম্যাককিওন জিতেছেন ২টি করে ব্যক্তিগত ও দলীয় সোনা। ব্রোঞ্জ পেয়েছেন তিনটি; একটি ব্যক্তিগত ও দুটি দলীয়। ১০০ মিটার ফ্রিস্টাইলে জিতে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনার হাসি হাসা ম্যাককিওন টোকিও অলিম্পিকস শেষ করলেন এক আসরে রেকর্ড ৭ পদক জেতা ফেলপস, মার্ক স্পিৎজ ও ম্যাট বিওনডির পাশে বসে।

swimming olympics 2020



সাঁতারের বাইরে একমাত্র নারী হিসেবে এক আসরে ৭টি পদক জয়ের কীর্তি আছে কেবল মারিয়া গোরোখোভস্কিয়ার; ১৯৫২ সালের অলিম্পিকে এই অনন্য সাফল্য পেয়েছিলেন রাশিয়ান জিমন্যাস্ট।


টোকিও অলিম্পিকসের সাঁতারে পদক তালিকার শীর্ষ পাঁচ:

অবস্থান

দেশ

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট পদক

যুক্তরাষ্ট্র

১১

১০

৩০

অস্ট্রেলিয়া

২০

গ্রেট ব্রিটেন

চীন

আরওসি(রাশিয়া)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ